Wednesday, August 15, 2018

ড. আবদুল্লাহ জাহাঙ্গীর

জন্মঃ ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি
জন্মস্থানঃ ঝিনাইদহ জেলার ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে
পিতাঃ খোন্দকার আনওয়ারুজ্জামান
মাতাঃ মা বেগম লুৎফুন্নাহার

শিক্ষাজীবন:

১৯৭৩ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল, ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগ থেকে কামিল পাস করেন। তার বিশেষ শিক্ষকদের মধ্যে ছিলেন মিয়া মুহাম্মাদ কাসিম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব উবায়দুল হক (রহঃ)।

উচ্চতর শিক্ষার জন্যে সৌদি আরবের রিয়াদ গমন করেন। রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৬ সালে অনার্স, ১৯৯২ সালে মাস্টার্স ও ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনঃ

১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামি স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামি উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৯ সালে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রফেসর পদে উন্নীত হন। কর্মজীবনে তিনি ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস হিসেবেও পাঠদান করতেন। 

প্রকাশিত বইঃ

আরবী ভাষায়ঃ
১/আদাবুল হাদিস’ (২০০৭)।


ইংরেজি ভাষায়ঃ

1. A Woman From Desert (1995)

2. Guidance For Fasting Muslims (1997)

3. A Summary of Three Fundamentals of Islam (1997)

বাংলায়ঃ

১/ রাহে বেলায়াত

২/ এহইয়াউস সুনান

৩/ হাদিসের নামে জালিয়াতি

৪/ ইসলামের নামে জঙ্গিবাদ

৫/ কোরআন সুন্নাহর আলোকে পোশাক

৬/ রোযা

৭/ ইসলামের তিন মূলনীতি ইত্যাদি।

৮/মুনাজাত ও নামাজ

৯/সহীহ মাসনুন ওযীফা

১০/ কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য

১১/ শবে-বরাত ফযীলত ও আমল

১২/ সালাতের মধ্যে হাত বাধার বিধান

১৩/ আল-ফিকহুল আকবার